বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আচার্য ছাড়া ১০ম সমাবর্তনে অংশগ্রহণ থেকে বিরত থাকবে রাবি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল)।
শনিবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যাপক ড. ইফতিখায়ের আলম মাসউদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, রাষ্ট্রপতি মহোদয়কে নিয়েই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন করতে হবে। প্রয়োজনে আচার্য মহোদয়ের সুবিধাজনক সময়ে নতুনভাবে সমাবর্তনের তারিখ নির্ধারণ করতে হবে। এ ব্যাপারে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল) এ সমাবর্তন বর্জন করতে বাধ্য হবে।
শিক্ষক গ্রুপের স্টিয়ারিং সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত শিক্ষকবৃন্দের মধ্যে ছিলেন অধ্যাপক ড. সি. এম. মোস্তফা, অধ্যাপক ড. কে বি এম মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, অধ্যাপক ড.এম আমিনুল হক, অধ্যপক ড. মো. সাইফুল ইসলাম ফারুকী, অধ্যাপক ড. আমিনুল হক, অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ, অধ্যাপক ড. গোলাম সাদিক, অধ্যাপক ড. আব্দুল হান্নান, অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা এছামী, অধ্যাপক ড. মো. কাউছার আলী, অধ্যাপক ড. মোহাম্মদ আলী প্রমূখ।