বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

সাধারণ কয়েদির খাবারই বরাদ্দ শাখরুখের ছেলে আরিয়ানের জন্য

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৭৬

ডেস্ক নিউজ: আক্ষরিক অর্থেই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন ‘বলিউড বাদশা’ শাখরুখের ছেলের আরিয়ান। বিশ্বের অন্যতম ধনী অভিনেতার এ প্রাসাদোপম ‘মান্নত’-এ বেড়ে ওঠা, বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা।

কিন্তু রাজকীয় সেই ছবি বদলে গেল এক রাতেই। প্রমোদতরীর মাদক পার্টিতে যোগ দিয়েই শামিল থাকাই জীবনের মোড় ঘুরিয়ে দিল বলিউড বাদশার বড় ছেলের। বিলাসবহুল বাড়ি থেকে সোজা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাজত। আপাতত সেই রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটবে তার। এনসিবি সূত্রে জানিয়েছে, তদন্তে সাহায্য করছেন শাহরুখপুত্র। সব প্রশ্নেরই উত্তর দিচ্ছেন, যা করেছেন, তার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন। ‘তারকা-সন্তান’, তবু আর পাঁচজন অভিযুক্তের মতোই রাখা হয়েছে আরিয়ানকে। শাহরুখের ছেলে হিসেবে বিশেষ কোনো সুবিধা পাচ্ছেন না আরিয়ান। এনসিবির মেসে তৈরি সাধারণ খাবার খাচ্ছেন বলিউডের ‘বাদশার’ পুত্র। বাড়ি থেকে খাবার আনাতে প্রয়োজন আদালতের বিশেষ অনুমতি। আপাতত তাই বাকি অভিযুক্তদের সঙ্গে সাদামাঠা খাবারই খাচ্ছেন আরিয়ান।

ইতোমধ্যে এনসিবিকে চার পাতার একটি বিবৃতি নিজের হাতে লিখে দিয়েছেন আরিয়ান। মঙ্গলবার তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে নৈশ তল্লাশিতে বের হয়েছিলেন  শাহরুখ-তনয়। অন্যদিকে এই মাদককাণ্ডে জড়িত আবদুল কাদের শেখ, শ্রেয়াস নায়ার, মনিশ দারিয়া ও অভিন শাহুকে ১১ তারিখ পর্যন্ত এনসিবির হেফাজতে রাখা হবে। প্রমোদতরীর পার্টির আয়োজক সংস্থার আরও চারজনকেও গ্রেফতার করেছে এনসিবি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com