রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কে পৌরসভা এলাকায় নতুন মসজিদের পশ্চিম পাশে ৬ মার্চ মঙ্গলবার সকাল ৭টার দিকে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মর্ণিং শিফটের তিন ছাত্রী ইজি বাইকযোগে স্কুলে অাসার পথে ময়মনসিংহগামী ট্রাকের ধাক্কায় দুই ছাত্রী গুরুতর অাহত হলে তাদেরকে মমেক হাসপাতালে নেওয়ার পথে অষ্টম শ্রেণীর ছাত্রী সোনিয়া(১৩) এর মৃত্যূ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল ৭টায় দিকে তিন ছাত্রী ইজি বাইকযোগে স্কুলে অাসার পথে ময়মনসিংহগামী একটি ট্রাক ইজিবাইকে ধাক্কা দিলে দুই স্কুল ছাত্রী গুরুতর অাহত হয় এবং তাদেরকে গুরুতর অাহত অবস্থায় মময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে একজনের মৃত্যু হয়। দূর্ঘটনায় নিহত ছাত্রীর বাড়ি ভাটি সাভার গ্রামে বলে জানা যায়। চালক ট্রাক ফেলে পালিয়েছে। বিষয় নান্দাইল হাইওয়ে থানার ওসি নিশ্চিত করেন।
ময়মনসিংহ থেকে আমিনুল ইসলাম শারফিন