রবিবার, ১১ মে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সফরে আসছে না ভারত, স্থগিত হতে পারে এশিয়া কাপ আন্দোলনে নামা দলগুলোর উদ্দেশ্যে সরকারের নতুন বার্তা সারাদেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ১৫ শহরে পাকিস্তানের হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি ভারতের নারী অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র এপ্রিলেও বাড়তি রেমিট্যান্স, এলো ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা কোস্ট গার্ডের অভিযানে হালিশহর এলাকা থেকে সোয়া ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ারের চালান জব্দ মুন্সিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক শ্রীবরদীতে বন বিভাগের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩০ সবজি বাগান
ফতুল্লায় ফ্ল্যাটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, দুই নারী নিহত

ফতুল্লায় ফ্ল্যাটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত দুই নারীর মৃত্যু হয়েছে। ভয়াবহ এ ঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এছাড়া বিস্ফোরণে ওই ফ্ল্যাটটির পাঁচটি কক্ষসহ পাশের আরও দুটি বাড়ির দেয়াল চূর্ণ হয়ে গেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মায়া রানী ও মঙ্গল রানী। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার (১২ নভেম্বর) ভোরে ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণে ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৬টার সময় বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার দুটি কক্ষের দেয়াল উড়ে যায়।

এ ঘটনায় মায়া রানী ও মঙ্গল রানী ঘটনাস্থলেই দেয়ালের নিচে চাপা পড়ে মারা যান। আর পাশের বাসার স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশুসন্তান দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, রান্নাঘরের গ্যাস কোনো কক্ষে জমে ছিল। মূলত তা থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com