সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার ৫৬ বছরে পা রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দিনটি পালন করছে চবি।
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চারটি বিভাগ, সাতজন শিক্ষক ও ২০০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৯টি অনুষদ, ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট রয়েছে।
প্রায় ৯০০ শিক্ষক ও ২৮ হাজার শিক্ষার্থী রয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় চবির শহীদ মিনার থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হচ্ছে দিবসের কার্যক্রম।