বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে রূপালী ব্যাংকের নতুন ওয়েবসাইট

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩০০

নিজস্ব প্রতিবেদক: বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকর নতুন ওয়েবসাইট (www.rupalibank.com.bd) উদ্বোধন করা হয়েছে। ডিজিটাইজেশনের অংশ হিসেবে আধুনিক ব্যাংকিং সেবা ও তথ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুনভাবে ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

আজ বৃহস্পতিবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যাংকের সকল কার্যক্রম ডিজিটাল পদ্বতিতে নিয়ে যাওয়া হবে।

ব্যাংকের এমডি মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ নতুন এই ওযেবসাইট তৈরির কাজে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই ওয়েবসাইটটি বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ভালো ওয়েবসাইটে পরিণত হবে।

নতুন ওয়েবসাইটটিতে নতুন কিছু ফিচার সংযোজন করা হয়েছে। এই ওয়বেসাইটের মাধ্যমে ঘরে বসে একাউন্ট খোলা, চেক বুক রিকুইজিশন এবং হটলাইন নম্বরসহ নানা সুবিধা রয়েছে। এ ছাড়া এর মাধ্যমে ব্যাংকের আমানত এবং ঋণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে।

অনুষ্ঠানে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, ইয়াছমিন বেগম, কাজী আবদুর রহমান, হারুনুর রশীদ ও কাজী ওয়াহিদুল ইসলামসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com