শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন: শহীদ আ. রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে জ্যেষ্ঠ সদস্য নিখিল সেন একুশে পদকে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বরিশাল প্রেসক্লাবের আয়োাজনে শুক্রবার রাত ৭টায় ক্লাব আঙিনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন। প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে উত্তরীয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি এমএম আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ এমপি, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান এমপি, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএম ইমামুল হক, বরিশাল সিটি কর্পোরেশন মেয়র আহসান হাবীব কামাল, বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, ভাষা সৈনিক ও বরিশাল প্রেসক্লাবের মুক্তিযুদ্ধকালীন সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন কালু, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আ. মোতালেব, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পদক হচ্ছে একুশে পদক। আর ওই পদকে ভূষিত হয়েছেন বরিশাল প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য নিখিল সেন। এ পদকপ্রাপ্তির মাধ্যমে তিনি বরিশালবাসী তথা বরিশাল প্রেসক্লাবের মাথা উঁচু করেছেন।