সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে গড় পাসের হার ৯৫.২৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছন ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী।
বরিশাল বিভাগে ৯৫.৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। রাজশাহীতে ৯৭.২৯ শতাংশ পাস করেছেন, জিপিএ ৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০। চট্টগ্রামে পাসের হারে ৮৯.৩৯ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন। কুমিল্লায় ৯৭.৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন। দিনাজপুরে ৯২.৪৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, জিপিএ ৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন। যশোরে পাস করেছেন ৯৮.১১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। সিলেট বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৯৪.৮০ শতাংশ শিক্ষার্থী এবং জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী।
মোট ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা মোট ১৩ লাখ ৬ হাজার ৮১৮ জন।
শতভাগ উত্তীর্ণ হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৯৩৪। আর একজনও উত্তীর্ণ হয়নি এমন শিক্ষাপ্রতিষ্ঠান ৫টি।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন। গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।