মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্র বনাম রাজনীতি: সংকটে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ২৫তম বার্ষিক সাধারণ সভায় প্রগতি লাইফের ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে: প্রধান উপদেষ্টা ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাত উল্লাহ খানকে প্রগতি লাইফের শুভেচ্ছা বিধিবহির্ভূত বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ নেয়ার অভিযোগ, আইডিআরএ চেয়ারম্যানকে দুদকে তলব নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সিইও পদে ফারজানা চৌধুরীর পুনঃনিয়োগ বৈষম্যের শিকার খালেক মিয়া ইসলামী ইন্সুরেন্সে স্বপদে ফিরতে চান
সাভারে ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে আলাদা জায়গা থেকে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভার বাজার বাসস্ট্যান্ড ও কাউন্দিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ  রোববার(১১ মার্চ) ভোর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত ছয়তলা বাড়ির একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাদল মিয়া নামের (২০) এক যুবকের লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের গলায় দাগ রয়েছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত বাদল বাসস্ট্যান্ড এলাকার বগুড়া দধি অ্যান্ড টাঙ্গাইল সুইটস মিটের কর্মচারী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কায়তারা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

এ ঘটনার পর থেকে বাদলের সঙ্গে থাকা দুই রুমমেট পলাতক রয়েছেন। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়েছে ওই দুই যুবক।

 

এদিকে আজ সকালে সাভারের কাউন্দিয়া এলাকার ফুফুর বাড়ি থেকে মো. শরিফ নামের (২৫) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ বলছে, নিহত যুবক মাদকাসক্ত ছিল।

নিহত যুবক কাউন্দিয়া এলাকার মৃত রিয়াজুল সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, কীভাবে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com