সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরলে মুজিব জন্ম শতবর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী জাতীয় চারণ কবি উৎসব ও লোক শিল্পী মহাসম্মেলন এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ শালবাগানে এ অনুষ্ঠান হয়।
এতে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চারণ কবি সংঘের সভাপতি এমএ কুদ্দুস সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খিতিশ চন্দ্র রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ছাড়াও হাজার হাজার দর্শকবৃন্দ।