রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তির পা কেটে বাদ দেয়ার পর সেই কাটা পা-কেই তার মাথার বালিশ হিসেবে ব্যবহার করল ভারতের একটি সরকারি হাসপাতাল।
দেশটির উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে এ ঘটনা ঘটে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন ঘনশ্যাম নামে এক ব্যক্তি। তিনি একটি স্কুলবাসের হেলপার ছিলেন। ঘটনার দিন সকালে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় ২৫ ছাত্রছাত্রী আহত হয়। গুরুতর জখম অবস্থায় ঝাঁসি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ঘনশ্যামকে।
তার বাঁ পা-টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎকরা দ্রুত অস্ত্রোপচার করে পা বাদ দিয়ে দেন। কিন্তু সমস্যা দেখা দেয় রোগীর মাথার বালিশ নিয়ে। হাতের কাছে বালিশ না থাকায় ঘনশ্যামের কাটা পা-কেই তার মাথার নিচে বালিশ হিসেবে গুঁজে দেন চিকিৎকরা।
ঘনশ্যামের এক আত্মীয় জানকি প্রসাদ জানান, হাসপাতালে গিয়ে তার ভয়ানক অভিজ্ঞতা হয়। তিনি গিয়ে দেখেন হাসপাতালের বেডে শুয়ে আছেন ঘনশ্যাম। কাছে যেতেই আঁতকে ওঠেন। ঘনশ্যামের মাথার নিচে বালিশের পরিবর্তে তার কাটা পা।