শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

ডিএনসিসির উদ্যোগে এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভা

ডিএনসিসির উদ্যোগে এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভা

আসমত আলী: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন CHO, DCHO, Zonal, SPCO, AHO, Mosok , ঊর্ধ্বতন কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা আসিফ ইকবাল প্রিন্স ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, এডিস মশার জন্ম হয় বাসা বাড়ীর আশেপাশেই। তাই আমি ঢাকাবাসিকে অনুরোধ করবো তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন। আসুন আমরা নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। এডিস মশা নিধোনে আমাদের নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে। তাই আমরা আগে আমাদের বাসা বাড়ি পরিষ্কার করে নেব।

এসময় মেয়র-এর নেতৃত্বে মশক বিরোধী পথ সভা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ২ টি ভবনের জমাকৃত পানিতে মশক লার্ভা পাওয়ায় সতর্ক করা হয়। এছাড়া সমন্বয়ে মশক নিধন বিষয়ে জরুরি মতবিনিময় সভা (জোন-১&৮) জোন-১ এ অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com