বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১০ সালের ২৯শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে, সকালে বন্দরনগরীতে পৌঁছান প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌ বাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমদ। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।
আধুনিক এ কমপ্লেক্সটি ১৬টি আলাদা ভবন ও অবকাঠামোর সমন্বয়ে নির্মিত হয়। আন্তর্জাতিক প্রশিক্ষণ নিশ্চিত করতে এতে সংযুক্ত করা হয়েছে সি-ম্যান শীপ, এন্টি সাবমেরিন, গানারিসহ আধুনিক অডিটরিয়াম। এ ছাড়া বিজ্ঞান ও কারিগরি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের জন্য রয়েছে ৭টি বিজ্ঞানাগার।
গত ৩০শে জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরুর পর থেকে বরিশাল, রাজশাহী ও খুলনা সফর শেষে এবার চট্টগ্রাম গেলেন প্রধানমন্ত্রী।