রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিএনপির আন্দোলন কর্মসূচি পেছানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
বুধবার সকালে যশোরের শার্শার ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের একটি ভবন উদ্ভোধন করেন শিক্ষামন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপিকে এ আহ্বান জানান তিনি।
দীপু মনি বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে।
এ উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে রোল মডেল। আমরা শিক্ষা ব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই। শুধু সংখ্যায় নয়, শিক্ষায় গুণে ও মানের দিকে নজর দিতে হবে।
তিনি আরো বলেন, আগে শিক্ষার্থীদের হাতে পুরাতন বই তুলে দেওয়া হত। আমরা এখন বছরের প্রথমদিনই সব শিক্ষার্থীর হাতে চকচকে ঝকঝকে নতুন বই তুলে দিচ্ছে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ প্রমুখ।