সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন ফুটবল বিশ্বকাপকে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করছেন বলে দাবি করেছে যুক্তরাজ্য। যেভাবে হিটলার ১৯৩৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত অলিম্পিক আসরকে কাজে লাগিয়েছিলেন।
লেবার এমপি ল্যান অস্টিন এ দাবি করলে তার প্রতি সমর্থন দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন। ‘রাশিয়া দুর্নীতিগ্রস্ত’ বলে লেবার পার্টির এমপি আইয়ান অস্টিনের বক্তব্যকেও সমর্থন করেন বরিস জনসন।
অস্টিন দাবি করেছিলেন, ১৯৩৬ সালের বার্লিনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিককে নিয়ে প্রোপাগান্ডা চালিয়েছিলেন হিটলার। সেইসাথে তার পক্ষে জনমত গঠনের জন্য একে ব্যবহার করেছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যে সাবেক রাশিয়ান গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ের ওপর রাশিয়ার ‘নার্ভ এটাক’ চালানোর ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।-বিবিসি