নিজস্ব প্রতিবেদক : জনগণের পাঠ্যাভ্যাস বৃদ্ধি, তাদের গ্রন্থাগারমুখী করা এবং জনগণের বিশ্ববিদ্যালয় ও মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু হিসেবে গ্রন্থাগারের ভূমিকাকে দৃঢ় করার লক্ষ্যে আজ রবিবার দেশব্যাপী পালিত হচ্ছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩’।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’। গতকাল শনিবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স কক্ষে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী জানান, জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য সম্পর্কে সঠিকভাবে অবহিত করার জন্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন গণগ্রন্থাগার অধিদপ্তর এবং এর আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলার গণগ্রন্থাগারগুলো এ দিবস উদযাপনের করবে।