মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ অপরাহ্ন
রবিউল হক : মানিকগঞ্জ সিংগাইর উপজেলার চারিগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে দুইশত এর অধিক অসহায়, দরিদ্র মানুষদের চিকিৎসা, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। প্রধান অতিথি চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রিপন দেওয়ান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর লতিফ, প্রধান শিক্ষক চারিগ্রাম এস,এ,খান,উচ্চ বিদ্যালয়,উপস্থিত ছিলেন জনাব জনাব মহাসিনুর রহমান, সাধারণ সম্পাদক চারিগ্রাম আওয়ামী লীগ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এলাকার গুনীজনরা এবং সাধারণ মানুষ। এসময় প্রধান অতিথির বক্তব্যে জনাব রিপন দেওয়ান বলেন, মানুষের সেবায় সব সময় চারিগ্রাম মানবিক কল্যাণ সংঘ কাজ করে যাচ্ছে । তাই সংগঠনের যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।তিনি আরো বলেন এই মানবিক কল্যাণ সংঘ এর প্রতিটা সদস্য বিনা সার্থে গরীব এবং অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে যা বর্তমানে চারিগ্রাম এর জন্য গর্ব স্বরুপ।