সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি রেস্টুরেন্টে বৈঠককালে গ্রেফতার জামায়াতের ৫৭ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) ডিএমপির দারুস সালাম থানায় মামলাটি দায়ের করা হয়।
গ্রেফতারদের কাছ থেকে আটটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ডিএমপির দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ জানান, শনিবার রাতে মিরপুর ক্যাপিটাল টাওয়ারে অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন জামায়াতের গ্রেফতার ৫৭ জন ছাড়াও পালিয়ে যাওয়া আরও ৩০ থেকে ৪০ জন মিলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন। তারা সরকারকে বেকায়দায় ফেলতেই এই বৈঠকের আয়োজন করেছিলেন।
শনিবার রাতে রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর-১ ক্যাপিটাল মার্কেটের ফোর সি রেস্টুরেন্টে বৈঠকের সময় জামায়াতে ইসলামের নেতাকর্মীদের আটক করে পুলিশ।