মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন

‘এপ্রিল ফুল’ কেন? কার জন্য?

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ এপ্রিল, ২০১৮

বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের মনে থাকে না। কিন্তু কেউ কেউ মনে রেখে বড় ধরনের কোনো মজা করে বসেন কারও কারও সাথে। ঘটনার আকস্মিকতা কাটতেই বলে ওঠেন, এপ্রিল ফুল! যত নিষ্ঠুরই আর নির্মম হোক, এই দুই শব্দেই বৈধ হয়ে গেলো বোকা বানানোর সব আয়োজন। তখন মনে পড়ে, হ্যাঁ আজকে এপ্রিলের প্রথম দিন।

এই দিনে কাউকে বোকা বানানোর ব্যাপারটি কমবেশি সারা পৃথিবীতেই প্রচলিত রয়েছে। বিশেষত, খ্রিস্টান ধর্মলম্বী অধ্যুষিত পশ্চিমা বিশ্বে। কিন্তু দিবসটি পালনের পেছনে কী ইতিহাস আছে, সে ব্যাপারে কেউই পুরোপুরি নিশ্চিত নয়। দেশে দেশে নানা রকম মিথ প্রচলিত আছে এপ্রিল ফুল দিবস নিয়ে।

পশ্চিমা সংস্কৃতির অংশ হলেও এপ্রিল ফুল নিয়ে মুসলিম বিশ্বেও প্রচলিত রয়েছে নানা মিথ আর তত্ত্ব। এগুলো এতটাই আকর্ষণীয় যে বেশিরভাগই মানুষই তা বিশ্বাস না করে পারেন না। একেক দেশে একেক রকম গল্প প্রচলিত রয়েছে। এই মিথগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আলোচনা করে দেখা যাক।

গ্রানাডার পতন ও খ্রিস্টানদের ষড়যন্ত্র:

মুসলমান শাসিত অন্যতম ঐশ্বর্যময় শহর স্পেনের গ্রানাডা। উম্মাইয়া খলিফারা জ্ঞান, বিজ্ঞান, শিল্প-সাহিত্য ও স্থাপত্যের নজর কাড়া সব নিদর্শন রেখে গেছেন শহরটিতে। হাজার বছর আগে গ্রানাডার মুসলমানরা ছিল অপরাজেয়।

এপ্রিল ফুল নিয়ে প্রচলিত প্রথম গল্পটা এখানকারই। ১৫ শতকের শেষভাগে স্পেনের খ্রিস্টানরা যখন দেখল, যুদ্ধে কোনভাবেই তারা মুসলমানদের হারাতে পারবে না, তখন তারা ভিন্ন পন্থা বেছে নিলো। গ্রানাডার শাসকদের কৌশলে মদ ও তামাকে আসক্ত করলো। নেশায় বুদ মুসলিমদের বেকায়দায় পেয়ে ১৪৯২ সালের ১ এপ্রিল তাদের দুর্গটি দখল করে নেন তৎকালীন ক্যাস্টিল রাজ্যের শাসক ফার্ডিনান্ড-ইসাবেলা। সেইদিন তারা ‘এপ্রিল ফুল’ পালন করেছিল। কেননা, মুসলমানদের বোকা বানাতে খ্রিস্টানদের ষড়যন্ত্র কাজে লেগেছিল।

ফ্যাক্ট:

কিন্তু সত্য ঘটনা হলো মুসলমানরা আত্মসম্পর্ণ করেছিল ১ এপ্রিল নয়; ১৪৯২ সালের ১২ই জানুয়ারি। এখানেই শেষ নয়, তামাকের সাথে ইউরোপবাসী পরিচিত হয় গ্রানাডায় মুসলিমদের পরাজয়ের বেশ কিছু বছর পর। আর মদ, তার সাথে তো বহু আগে থেকেই মুসলমানরা পরিচিত।

স্প্যানিশদের দ্বারা মুসলিম হত্যাযজ্ঞ:

আরেকটি মিথ হচ্ছে, ১৪৯২ সালে গ্রানাডার পতনের পর মুসলমানদের জাহাজে করে ফেরত পাঠানো হয়েছিল। ওই জাহাজগুলোর পরিচালনায় ছিল স্প্যানিশরা। তারা প্রতিশ্রুতি দিয়েছিলো, কারো দ্বারা মুসলমানদের কোন ক্ষতি হতে দেবে না। কিন্তু জাহাজগুলো মাঝ সমুদ্রে পৌঁছালে স্প্যানিশরাই সকল মুসলমানকে হত্যা করেছিল।

ফ্যাক্ট:

মুসলমানদের স্পেন ছাড়তে বাধ্য করা হয়েছিল ১৬০৯ সালের পর। অর্থাৎ গ্রানাডার পতনের পর স্পেন থেকে মুসলিমদের ১ এপ্রিল নিরাপদ দেশ ত্যাগের প্রতিশ্রুতি দেওয়ার পরও হত্যা করা হয়েছিল, এমন প্রচলিত ধারণাটির কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।

বাহদুর শাহ জাফরকে তার পুত্রের খুলি উপহার:

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহদুর শাহ বা বাহদুর শাহ জাফরকে বন্দি করে তৎকালীন বার্মা তথা মিয়ানমারে নির্বাসন দিয়েছিল। গল্প প্রচলিত রয়েছে যে, ১ এপ্রিল বাহদুর শাহ জাফরকে নাস্তা হিসেবে তার ছেলের খুলি দেওয়া হয়েছিল; এবং এটি ছিল মেজর হাডসনের ‘এপ্রিল ফুল’ উদযাপন।

সত্যতা:

এটা সত্য যে বাহাদুর শাহ জাফরকে তার ছেলের খুলি উপহার হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু সেটি ছিল নওরোজ উৎসবের সময়। পারস্য নববর্ষ বা নওরোজ সাধারণত মার্চের ২১ তারিখে শুরু হয়। এটা হতে পারে যে তখনকার দিনের পরিবহন ব্যবস্থার কারণে মাথার খুলিটি আসতে কয়েক দিন দেরি হয়েছিল। কিন্তু তাহলেও এটি নওরোজ সম্পর্কিত; ‘এপ্রিল ফুল’-এর সাথে এর কোন সম্পর্ক নেই।

আসলে ‘এপ্রিল ফুল’ কী?

ঐতিহাসিকদের মতে, ষোড়শ শতকে পহেলা এপ্রিলের পরিবর্তে পহেলা জানুয়ারিরকে বছরের প্রথম দিন হিসেবে ঘোষণা দিয়েছিলেন পোপ।  কিছু মানুষ এর বিরোধীতা করেছিল, তারা পহেলা এপ্রিলকে নববর্ষ হিসেবে পালন করত। তাদেরকেই ‘এপ্রিল ফুল’ নামে ডাকত পোপের ঘোষণা মেনে নববর্ষ পালনকারীরা। তাদের নিয়ে নানা রকম ঠাট্টাও করা হত।

কিন্তু এ থেকেই ‘এপ্রিল ফুল’-এর প্র্যাংক বা বোকা বানানোর বিষয়টি এসেছে সেটিও শতভাগ বস্তুনিষ্ঠ নয়। এমনকি এই তত্ত্ব নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে একটি বিষয় পরিস্কার যে, মুসলিমদের বোকা বানিয়ে খ্রিস্টানরা ১ এপ্রিল তাদের হত্যা করেছিল, এমন তথ্যের কোন ঐতিহাসিক ভিত্তি নেই।

নানা মিথের ওপর গড়ে ওঠা ‘এপ্রিল ফুল’ পালনের যে সংস্কৃতি তা অনেক সময় সীমা অতিক্রম করে। অপরকে বোকার বানাতে গিয়ে এমন সব পরিস্থিতির সৃষ্টি হয়, যা কখনও কখনও বিরক্তি এবং অস্বস্তির কারণ হয়ে ওঠে। আবার কখনও এ ধরনের প্র্যাংক বা বোকা বানানোর ‘নিতান্তই মজার’ কাণ্ড থেকে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

তবে এপ্রিল ফুল দিবস পালন থেকে বিরত থাকার সবচেয়ে বড় যুক্তিটি হলো, এভাবে মানুষকে বোকা বানাতে, মিথ্যা বলতে হয়। মিথ্যা, সেটাই মিথ্যাই। যতই নিস্পাপ হোক না কেন।

যমুনা অনলাইন: এফএইচ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com