শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ত্রাণবাহী তিনটি জাহাজ শনিবার সাইপ্রাস থেকে যাত্রা শুরু করেছে। সমুদ্রপথে ত্রাণ নিয়ে প্রথম বহরটি গাজায় পৌঁছানোর দুই সপ্তাহেরও বেশি সময় পরে দ্বিতীয় দফায় গাজার উদ্দেশে সাহায্য নিয়ে রওয়ানা হলো এ তিনটি জাহাজ । খবর এএফপি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত ত্রাণবাহী জাহাজের বহরটিতে প্রায় ৪০০ টন খাদ্য সামগ্রি গাজায় নিয়ে যাওয়া হচ্ছে। খাদ্য সামগ্রির তালিকায় রয়েছে, চাল, পাস্তা, আটা, লেবু, টিনজাত শাকসবজি এবং প্রোটিন জাতীয় অন্যান্য খাবার।