বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
আব্দুর রাজ্জাক , নীলফামারী, ডিমলা প্রতিনিধি:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করার প্রতিবাদে আজ (১৫ আগষ্ট) দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিপালন করেছে ডিমলা উপজেলা বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে ডিমলা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন ও শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
১৫ আগষ্ট সকালে জাতীয়তাবাদি দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী, শিশু হত্যা, দেশের জন্য যারা নিজের জীবন আত্মত্যাগ করেছেন সেই সব শহীদদের খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও র্যালী বের করেন নেতাকর্মীরা।
আওয়ামী লীগ সহ আওমীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য ও হত্যা যজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, গোলাম রব্বানী প্রধান, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন প্রমূখ।