শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

টাঙ্গাইলে একসঙ্গে চার ছেলের জন্ম দিলেন গৃহবধূ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

মোঃ রুবেল মিয়া: টাঙ্গাইলের মির্জাপুরে সাদিয়া আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে চার পুত্রসন্তান জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই চার সন্তানের জন্ম দেন তিনি। সাদিয়া আক্তার দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের আল আমিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে দেলদুয়ার উপজেলার রতনরী গ্রামের লুৎফর রহমানের মেয়ে সাদিয়া আক্তারের সঙ্গে একই উপজেলার বর্ণী গ্রামের অটো রিকশাচালক আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর এই গৃহবধূ একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দেন।

প্রসব জনিত ব্যথা নিয়ে গত ১৬ দিন আগে সাদিয়াকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে দুপুর ১২টা ২৬ মিনিটে দুজন ও ১২টা ২৭ মিনিটে দুজনের জন্ম হয়। এদের মধ্যে এক শিশুর অবস্থা কিছুটা দুর্বল বলে হাসপাতালে কর্তব্যরত এক নার্স জানিয়েছেন।

কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক লিটন জানান, সাদিয়া আক্তার ও তার চার পুত্রসন্তান নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com