বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
বরিশালের আগৈলঝাড়ায় কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের ঐতিহ্যবাহী আগৈলঝাড়া রিপোর্টর্স ইউনিটি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ৩১ আগস্ট শনিবার সকাল ১১টায় আগৈলঝাড়া রিপোর্টর্স ইউনিটির কর্যালয়ে সুশান্ত সরকারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই সভায় পূর্বে কমিটি বিলুপ্ত ঘোষনা করে কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মো.জহিরুল ইসলাম সবুজকে আহবায়ক (দৈনিক আমাদের সময়) এবং অমিয় করকে সদস্য সচিব করে (দৈনিক আলোর জগত) ৫ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সুশান্ত সরকার (দৈনিক গনমুক্তি), মলয় বিশ্বাস (দৈনিক প্রতিদিনের সংবাদ), দিদার হোসেন মোল্লা।