সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃমাহাবুবুর রহমান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।রবিবার বিকেলে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান খানের স্বাক্ষরকৃত প্রেস বিজ্ঞপ্তিতে এইসব বার্তা জানানো হয়।
উল্লেখ্য সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান তালুকদার (৭৬) ২২ সেপ্টেম্বর রবিবার দুপুর দুইটার দিকে অসুস্থতা জনিত কারণে ঢাকার শ্যামলী স্পেশালাইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।