মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
টাঙ্গাইল থেকে মোঃরুবেল মিয়া:
টাঙ্গাইল মির্জাপুরে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন,নিহতে ব্যক্তির নাম আব্দুল মান্নান মিয়া(৬৩) নিহত আব্দুল মান্নানের বাড়ি জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পুর্বপাড়া গ্রামে।
বুধবার সন্ধায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনায় ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্ধায় মহাসড়কের ওইস্থানে পারাপারের সময় গোপালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক আনিছুজ্জামান বলেন দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করি, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।