সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
জাহিদ হাসান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে রহিম ফ্লাওয়ার মিলের মালিক আশরাফ হোসেন আশফাক (৩৫) নামের এক ব্যবসায়ীকে বাকি টাকা চাওয়ার জেরে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে নিহতের বড় ভাই রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছাপাড়া হাজী রহিম ফ্লাওয়ার মিলের পাশে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আশফাক হোসেন সিরাজগঞ্জ পৌরসভার নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার হাজী রহিমের ছেলে।
নিহতের বড় ভাই রাকিবুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ফ্লাওয়ার মিল থেকে একই এলাকায় এঞ্জেল ফুডস্ নামে বিস্কুট কারখানার মালিক ময়দা নিত। ব্যবসা চলাকালীন সময়েই ৮ থেকে ১০ লক্ষ টাকার বাকি হয়। এই পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে কারখানার মলিক ও শ্রমিকেরা। পরে স্থানীয়রা তাকে মাটিতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে দ্রুত শহরের আভিসিনা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবি করছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হলে বোঝা যাবে এটি হত্যা কি না। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ফ্যাক্টরি থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি দ্রুত ব্যাবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।