বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী মঙ্গল কামনা ও ভাই-বোনের বন্ধনের উৎসব ভাইফোঁটা অনুষ্ঠিত কুড়িগ্রাম ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন নরসিংদীর শিবপুরে বিএসটিআই সনদ ছাড়াই উৎপাদন, নিউ সুমন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা জরিমানা দশ কোম্পানির বীমা খাতের বোর্ড সভার তারিখ ঘোষণা ই-রিটার্ন দাখিল সহজ করল এনবিআর প্রবাসীদের জন্য চীনের সহায়তায় নিজেদের হারানো এলাকা পুনর্দখলে নিচ্ছে মিয়ানমার বর্ণাঢ্য আয়োজনে আস্থা লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সংযুক্ত ৫ ব্যাংকের নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জেমসের গানে মাতাল জীবন সঙ্গী নৃত্যশিল্পী নামিয়া আনাম

এ সপ্তাহে ওটিটির পর্দায় আসছে যেসব সিনেমা-সিরিজ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৬২

ডেস্ক প্রতিনিধি: গোটা সপ্তাহের কর্মব্যস্ত জীবনের পর ছুটির দিনগুলো যেন একটু স্বস্তি নিয়ে আসে সবার জীবনে। ছুটির দিনটি মানুষ বিভিন্নভাবে উদযাপন করে। পরিবার নিয়ে ঘোরাফেরা, ভ্রমণ, বিভিন্ন অনুষ্ঠানে হাজির হওয়া। তবে ছুটির দিনে বেশির ভাগ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা।টিভি কিংবা বড় পর্দায়, সিনেমা বা সিরিজ দেখা এখন মানুষের নিত্যদিনের অংশ হয়ে উঠছে। আর এখন ওটিটির যুগে প্রায় সবাই ঝুঁকছে ডিজিটাল প্ল্যাটফরমের দিকে। ওটিটির পর্দায় খুঁজে নিচ্ছে অবসর সময়ের বিনোদনের খোরাক।

প্রতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফরমগুলোতে একাধিক সিনেমা ও সিরিজ মুক্তি পায়।নভেম্বরের শুরুতেও ওটিটিতে আসছে বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজ, যা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। চলুন, জেনে নিই কোনটা কোন প্ল্যাটফরমে দেখতে পাবেন।

মিথ্যা : দ্য ডার্ক চ্যাপ্টার, ২০২২ সালের মনস্তাত্ত্বিক-থ্রিলার শোয়ের সিক্যুয়াল, যা জুহি (হুমা কুরেশি অভিনীত) এবং রিয়ার (অবন্তিকা দাসানি অভিনীত) মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তুলে ধরে। জুহি একজন সফল লেখক, একজন রহস্যময় লেখকের কাছ থেকে চৌর্যবৃত্তির অভিযোগের মুখোমুখি হন।এই অভিযোগগুলি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পারিবারিক গোপনীয়তাগুলি প্রকাশিত হয় এবং ঈর্ষা এবং শত্রুতার অনুভূতি জাগিয়ে তোলে। সিরিজটি পরিচালনা করেছেন কপিল শর্মা এবং রোজ অডিও ভিজ্যুয়াল প্রডাকশনের সহযোগিতায় প্রযোজনা করেছে অ্যাপলজ এন্টারটেইনমেন্ট। ‘মিথ্যা : দ্য ডার্ক চ্যাপ্টার’-এ আরো অভিনয় করেছেন রজিত কাপুর, ইন্দ্রনীল সেনগুপ্ত, অবন্তিকা আকেরকর, রুশাদ রানা এবং কৃষ্ণা বিস্ত। শোটি ১ নভেম্বর থেকে জি ফাইভ-এ স্ট্রিমিং হচ্ছে।

এই সিরিজের নাম ‘সিটাডেল : হানি বানি’। রাজ-ডিকে পরিচালিত সিরিজটিতে জুটি বেঁধে আসছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান ও দক্ষিণি নায়িকা সামান্থা রুথ প্রভু। ইতোমধ্যে সিরিজটি ঘিরে দর্শক উন্মাদনা প্রবল। ৭ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশ হবে সিরিজটি। 

কিষ্কিন্ধা কাণ্ডম (ডিজনি + হটস্টার)
কিষ্কিন্ধা কাণ্ডম একটি চিত্তাকর্ষক পৌরাণিক সিরিজ, যা প্রাচীন গল্প এবং পারিবারিক সম্পর্ককে ফুটিয়ে তুলেছে। মালায়ালাম চলচ্চিত্রটি ঐতিহ্যবাহী লোককাহিনি থেকে অনুপ্রাণিত একটি গল্পে সেট করা হয়েছে। মূল চরিত্রগুলি ক্ষমতার লড়াই, জোট এবং প্রতিদ্বন্দ্বিতা ঘিরে। লুকানো সত্যগুলি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে গল্পটি বিশ্বাসঘাতকতা, আবিষ্কার এবং তীব্র সংঘর্ষে পূর্ণ। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আসিফ আলী, বিজয়রাঘবন এবং অপর্ণা বালামুরালি। কিষ্কিন্ধা কান্দাম ১ নভেম্বর থেকে ডিজনি+হটস্টারে স্ট্রিমিং হচ্ছে।

মেগান থি স্ট্যালিয়ন : ইন হার ওয়ার্ডস (প্রাইম ভিডিও)
‘মেগান থি স্ট্যালিয়ন : ইন হার ওয়ার্ডস’ শিরোনামের ডকুমেন্টারিটি গ্র্যামি-বিজয়ী র‌্যাপার মেগান থি স্ট্যালিয়ন ওরফে মেগান জোভন রুথ পিটের জীবনী নিয়ে নির্মিত। এটি তার খ্যাতির উত্থানের পাশাপাশি ২০২০ সালে টরি লেনজের সঙ্গে জড়িত শুটিংয়ের ঘটনা এবং নিজের মায়ের ক্ষতিসহ তিনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন তাও তুলে ধরে। মেগান থি স্ট্যালিয়ন : ইন হার ওয়ার্ডস ৩১ অক্টোবর থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।

উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস (ডিজনি + হটস্টার)
মূল সিরিজের এই উত্তেজনাপূর্ণ স্পিন অফে প্রিয় রুশো পরিবারকে আবার দেখুন। জাস্টিন রুশো, ডেভিড হেনরি অভিনয় করেছেন, তার জাদুকর অতীতকে পেছনে ফেলে তার পরিবারকে সঙ্গে নিয়ে একটি জাগতিক জীবন গ্রহণ করেছেন। এই পুনরুজ্জীবন হাস্যরস, নস্টালজিয়া এবং মন্ত্রমুগ্ধকর দুঃসাহসিকতার মিশ্রণের প্রতিশ্রুতি দেয় দর্শককে। উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস ৩০ অক্টোবর থেকে ডিজনি + হটস্টারে স্ট্রিমিং হচ্ছে।

টাইম কাট (নেটফ্লিক্স)
টাইম কাট লুসি ফিল্ডের গল্প বলে। লুসি একজন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, যিনি দুর্ঘটনাক্রমে একটি টাইম মেশিন আবিষ্কার করেন, যা তাকে ২০০৩ সালে ফেরত পাঠায়, যে বছর তার বোনকে দুঃখজনকভাবে হত্যা করা হয়েছিল। লুসি তার বোনকে একজন মুখোশধারী হত্যাকারীর হাত থেকে বাঁচানোর জন্য সময়ের বিরুদ্ধে দৌড়ানোর সময়কালে তাকে ২০০০-এর দশকের গোড়ার দিকে কিশোর জীবনের জটিলতাগুলি সামনে আসে। টাইম কাট ৩০ অক্টোবর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com