শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
রামকৃষ্ণ বণিক, স্টাফ করেসপন্ডেন্ট: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান এর বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কটিয়াদী উপজেলা মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরীর সভাপতিত্বে এবং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিকের সঞ্চালনায় বক্তব্যে রাখেন সহকারি কমিশনার(ভূমি) তামারা তাসবিহা,কটিয়াদী মডেল থানার নবাগত ওসি মোঃ জিল্লুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, উপজেলা বিএডিবির কর্মকর্তা আজিজুল হক, চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন লোহাজুরী ইউনিয়নের চেয়ারম্যান এডঃ নুরুজ্জামান ইকবাল । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করগাঁও ইউপির চেয়ারম্যান লায়ন নাদিম মোল্লা, মসূয়া ইউপির চেয়ারম্যান আবুবক্কার ছিদ্দিক, চান্দপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান শহিদুল হক উজ্জল,সহশ্রাম ধুলদিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম,আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।
এ সময় উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা,সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, কর্মকালীন বিভিন্ন সৃতিচারণ উল্লেখ করে বলেন,স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব স্থানীয় মানুষের। জনপ্রতিনিধিগণ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন।