শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রত্যেক থানায় সিটিজেন ফোরাম গঠন করছে ঢাকা মহানগর পুলিশ ‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জুয়া খেলায় বাধা, মালিককে মেরে মাটিতে পুঁতে ঢালাই করে কর্মচারীরা ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা পাবেন: উপদেষ্টা ফারুক পূর্ব শত্রুতার জেরে নিরিহ পরিবারের উপর হামলা ও বসতবাড়ী ভাঙচুর-লুটপাট হজ্ব করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত, আহত ৬ দেশে টিকার উপযুক্ত ৯৩ শতাংশ মেয়ে পেয়েছে এইচপিভি টিকা পশ্চিম থানা কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত চাপ বাড়ল বাংলাদেশি পর্যটকদের: রুম ভাড়া দেবে না শিলিগুড়ির হোটেলগুলো
নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষি মেলা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষি মেলা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষি অফিসের আয়োজিত কৃষি ঋণ মেলা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ’উপলক্ষে বুধবার উপজেলা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মো.সোহেল রানা,  সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বিভিন্ন ব্যাংকের দেয়া স্টল ঘুরে দেখেন এবং ঋণ সহজীকরণ বিষয়ে উদ্বুদ্ধকরণ করেন। এর পর  উপজেলা

হলরুমে সাংবাদিক,শিক্ষক,রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা,অফিসারগণ ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মো.আরিফুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রতিনিধিদের কথা শোনেন এবং গঠনমূলক বক্তব্য প্রদান করেন। মত বিমিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাব্ন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, জনপ্রতিনিধি, সাধারণ জনগন এবং ছাত্র- ছাত্রীবৃন্দ। মহাদেবপুরের মডেল স্কুল মোড়ে ট্রাক অপসারণ, পোস্ট অফিস মোড় সংস্কার, শিল্প পার্ক স্থাপন, জলবদ্ধতা,কোয়ালিটি এডুকেশন জোড়দারসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় উঠে আসে মতবিনিময় সভায়।
নওগাঁ #

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com