মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের প্রতিবাদে উত্তাল জনমত ট্রান্সফরমার নষ্ট হওয়ার ঘটনায় বিতর্কিত ক্ষতিপূরণ বিল: নীলফামারীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে জোরপূর্বক আদায়ের অভিযোগ নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে চলছে অফিসের কার্যক্রম আদালতের নির্দেশ উপেক্ষা: ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে” ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি মির্জাপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে ব্যবসায়ী আটক কেরানীগঞ্জে রাজাবাড়ী এলাকার প্রধান সড়কে ময়লার স্তূপ, চরম ভোগান্তিতে এলাকাবাসী শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ১০ দিনের কারাদণ্ড বিয়ের ৩০ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন স্বামী-স্ত্রী
নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষি মেলা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষি মেলা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষি অফিসের আয়োজিত কৃষি ঋণ মেলা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ’উপলক্ষে বুধবার উপজেলা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মো.সোহেল রানা,  সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বিভিন্ন ব্যাংকের দেয়া স্টল ঘুরে দেখেন এবং ঋণ সহজীকরণ বিষয়ে উদ্বুদ্ধকরণ করেন। এর পর  উপজেলা

হলরুমে সাংবাদিক,শিক্ষক,রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা,অফিসারগণ ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মো.আরিফুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রতিনিধিদের কথা শোনেন এবং গঠনমূলক বক্তব্য প্রদান করেন। মত বিমিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাব্ন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, জনপ্রতিনিধি, সাধারণ জনগন এবং ছাত্র- ছাত্রীবৃন্দ। মহাদেবপুরের মডেল স্কুল মোড়ে ট্রাক অপসারণ, পোস্ট অফিস মোড় সংস্কার, শিল্প পার্ক স্থাপন, জলবদ্ধতা,কোয়ালিটি এডুকেশন জোড়দারসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় উঠে আসে মতবিনিময় সভায়।
নওগাঁ #

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com