বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এনসিপির পক্ষে নরসিংদীতে এড. শিরিন আক্তার শেলি এর গণসংযোগ হাই কোর্টের নির্দেশ অমান্য করে চট্টগ্রাম এয়ার পোর্ট ভিআইপি রোডে চলছে অবৈধ ব্যাটারী চালিত টমটম “মানছে না ট্রাফিক আইন” সৎ মা-ভাইদের হামলায় বাবার বাড়ি থেকে বিতাড়িত অসহায় মেয়ে ও তার মা.. জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মা হারা, এতিম অসহায় মেধাবী শিক্ষার্থী মতিউরের স্বপ্ন– ডাক্তার হতে চাই দেবিদ্বারে ঈদের ছুটিতে ও থেমে নেই পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা তারাবাড়িয়া ও বিলমহিষা গ্রামবাসীর উদ্যোগে আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত অটো থেকে নামিয়ে জিম্মি, ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই—জলঢাকায় শামীম ইসলামের অভিযোগে চাঞ্চল্য কেরানীগঞ্জে ‘আল্লাহ দান’ রিক্সার গ্যারেজে অবাধ জুয়া, এলাকাবাসীর ক্ষোভ
বাগমারায় মাদক মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগমারায় মাদক মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগমারা উপজেলা প্রতিনিধি মোঃ সিদ্দিক আলী

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল তিন ঘটিকার সময় রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া তেঁতুলতলা মোড়ে রবি টাওয়ারের দ্বিতীয় তলায় হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাদক মুক্ত বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

সভায় মাদকের কুফল ও সামাজিক অবক্ষয়  রোধে জনগণের সচেতনতা সৃষ্টি এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আকরাম আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক প্রভাষক আঃ জলিল প্রামানিক। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির হাটগাঙ্গোপাড়া জোনাল অফিসের এজি এম, আঃ মান্নান। হাটগাঙ্গোপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা মন্ডলী গোবিন্দপাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রমজান আলী সরদার( দৈনিক রাজবার্তা),সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম (রাজধানী টিভি), আপেল মাহমুদ রাঙ্গা (দৈনিক রাজশাহীর আলো), সমিত রায় (দৈনিক উপাচার), মোঃ মিঠু সরকার (দৈনিক জবাবদিহি), সাজু মাহমুদ (দৈনিক  রাজবার্তা), সিদ্দিক আলী (দৈনিক আলোর জগত)।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদক সেবনকারী ও  পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকদ্রব্যের ব্যাপক ব্যবহারের কারণে যে ক্ষতি হচ্ছে, তা রোধ করতে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাবে।

সভা শেষে সাংবাদিকদের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে বাগমারা উপজেলায় মাদক মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com