বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
রামকৃষ্ণ বণিক: কিশোরগঞ্জের কটিয়াদীতে ভুয়া ডিবি পরিচয় দিয়ে অভিযান পরিচালনার সময় ৬ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।
কটিয়াদী মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার বোয়ালিয়া গ্রামের হাজী সিরাজের ছেলে আল আমিনের বাসায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অভিযান পরিচালনার সময়ে তাদের উপড় সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি কটিয়াদী মডেল থানাকে অবহিত করে স্থানীয় জনগণ। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার পাঁচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৮), কিশোরগঞ্জ সদর থানার মইশখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক (৩৫), চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মামুন (৩০), করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও মৃত শহিদের ছেলে রবিন (৩২), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহাসহ (৫০) ৬ জনকে আটক করা হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে ।বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।