শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
নরসিংদী প্রতিনিধি ফালু মিয়া:
নরসিংদীর শিবপুরে শারীরিক প্রতিবন্ধী লাভলী সুলতানা খানের নিজ উদ্দ্যোগে প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ।
শনিবার শিবপুর উপজেলার শারিরীক প্রতিবন্ধী লাভলী সুলতানা খানের নিজ উদ্দ্যোগে ৩৮ টি কম্বল প্রতিবন্ধী ও অসহায় শীতার্তের বাড়ি বাড়ি গিয়ে কম্বল পৌঁছে দিয়েছেন।
এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান খান। আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ প্রধান মো: মোবারক হোসেন মোল্লা ও সাংবাদিক আলম খান।
লাভলী সুলতানা খান একজন প্রতিবন্ধী বান্ধব এবং গরীব ও অসহায় মানুষের জন্য ত্রিশ বছর যাবত নিরন্তর কাজ করে যাচ্ছেন। উল্লেখযোগ্য যে, লাভলী সুলতানা খান প্রতিবন্ধী শিশুদের জন্য ২০১৮ সালে শিবপুর উপজেলায় শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন।