মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
নরসিংদী থেকে ফালু মিয়া:
২০ জানুয়ারি সকালে নরসিংদী সদর উপজেলাধীন মেহেরপাড়া ইউনিয়নের পাঁচদোনায় জামিয়া কারিমিয়া লুৎফুন্নেছা মহিলা মাদরাসা ও হিফজখানার ৭তম খতমে বুখারী ও জুলাই শহীদদের স্বরণে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আলহাজ্ব মনির হোসেন ভিপি মনির, সভাপতিত্ব করেন পাঁচদোনা বাজার বণিক সমিতির সেক্রেটারি আলহাজ্ব জায়েদুর রহমান মামুন৷
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব নিজাম উদ্দিন খান ও সভাপতি আলহাজ্ব মুফতি ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচদোনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মতিউর রহমান, বাবুল, মনির খান ও টিপু সুলতানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় যারা জামিয়া কারিমিয়া লুৎফুন্নেছা মহিলা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সমাপনী করেছে তাদের পরিবারের কাছে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিরা।
মাদ্রাসার মোহতামীম আলহাজ্ব মাওলানা রুহুল আমিন বলেন,’সুদীর্ঘ ১২ বছর ধরে অত্র এলাকার কোমলমতি শিক্ষার্থীদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে ঈনশা আল্লাহ।
এ সময় মাদরাসার শাইখুল হাদিস আবুল খায়ের ও মাধবদী বাজার বড় মসজিদের ইমাম ও খতিম মকবুল হোসাইন এর দুআর মাধ্যমে বিকালে দুআ মাহফিল ও খতমে বুখারির আয়োজন সমাপ্তি ঘোষণা করা হয়।