শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
নীলফামারী প্রতিনিধি:
বিমানবন্দরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন উদ্দীপ্ত তরুণ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সিংগাপুর প্রবাসী শ্রী উজ্জল রায়। তিনি গতকাল সিংগাপুর থেকে ঢাকায় বিমানবন্দরে অবতরণ করেন।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছালে প্রবাসী শ্রী উজ্জল রায় ও তার সহধর্মনীকে উদ্দীপ্ত তরুণ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগন ফুল দিয়ে বরণ করে স্বাগত জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
এসময় সভাপতি সবার উদেশ্য সংগঠনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা আলোচনা করেন। এবার রমজানে অসহায়দের কিভাবে পাশে দাঁড়ানো যায় সে বিষয়ে অবগত করেন এবং আগত সদস্যদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। তিনি এ সংগঠনের সর্বাক্ষণিক সহযোগিতা কারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নীলফামারীর একটি রেস্টুরেন্টে দুপুরে এক প্রাতিভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উদ্দীপ্ত তরুণ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম সুজন, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক মাসুদ, অর্থ সম্পাদক হাঃ মোঃ বেলাল হোসেন, সহ অর্থ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, রফিক ইসলাম, মোতালেব সরকারপ্রমুখ।