শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
সরকার জামাল: গতকাল ৪ মার্চ ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, মাল্টিপারপাস হল, কাকরাইল, দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতি ঢাকা-এর সভাপতি মোঃ আব্দুল মান্নান ইলিয়াস।
ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক ছিলেন, দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা-এর সহ সভাপতি ড. এ. কে. এম ফারুক ও সদস্য সচিব ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন। উক্ত ইফতার মাহফিল ইফতার মাহফিলটি দেবিদ্বার বাসির মিলন মেলায় প্রাণবন্ত হয় উঠে।
এসময় বক্তারা বলেন, সংযমের মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। রমজান মাসের তৃতীয় দিনে সবাই ইফতার করতে পেরে সকলে আনন্দিত বোধ করছি। সবাই এক কাতারে বসতে পারাই আমাদের হৃদ্যতা। মহান আল্লাহ তায়ালা আমাদের রমজানকে কবুল করে নিক। ইফতারের আগে বিশেষ মোনাজাতে কুমিল্লার দেবিদ্বারবাসী, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া করা হয়।