মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
নীলফামারী সদরে পলাশবাড়ী ইউনিয়নে সামাজিক ও সেবামূলক সংগঠন উদ্দিপ্ত তরুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ শে মার্চ) বিকেলে পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিন তরনীবাড়ী যমুনাশ্বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজ সেবক, মোশারফ হোসেন এর সভাপতিত্বে, প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন, ৪নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মনির হোসেন,
এতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজ সেবক, জয়নাল আবেদীন,
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উদ্দিপ্ত তরুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সিংগাপুর প্রবাসী শ্রী উজ্জ্বল রায়।
সার্বিক সহযোগিতায় করেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহীম সুজন, এসময় আরও উপস্থিত ছিলেন, জামাতের ইউনিয়ন আমির নুর মোহাম্মদ, অর্থ সম্পাদক হাঃ মোঃ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক উজ্জ্বল আহমেদ, সহ, সভাপতি আব্দুল খালেক, তথ্যও প্রযুক্তি বিষায়ক সম্পাদক শাহিন ইসলাম, আব্দুল মোতালেব সহ সকল উদ্দিপ্ত তরুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
উদ্দিপ্ত তরুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন একটি অরাজনৈতিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘ ৪ বছর ধরে সকল প্রকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি অসহায় দরিদ্র মানুষ ও সুবিধাবঞ্চিত পথ শিশুদের সহযোগীতা হিসেবে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।উদ্দিপ্ত তরুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আগামীতেও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অসহায় দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাবে বলে জানান সংগঠনের অন্যান্য সকল সদস্যবৃন্দ।