মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাগমারায় পথশিশু ধর্ষণ: সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি আসামি আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার লালমনিরহাটে পরিকল্পনাহীন নগরায়ণের ছোবলে ফুরিয়ে যাচ্ছে কৃষি জমি বিদ্যালয়ে সহপাঠীর হামলায় আহত ছাত্র, হামলাকারীদের শাস্তির দাবি অভিভাবকের গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ভুয়া সেনা সদস্য আটক বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের ৭ গোলের বিশাল জয় কলাগাছিয়া গ্রামে কাদা-মাটির নিচে থাকা সড়ক যেন মরণ ফাঁদ এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা উদ্ধার দেশের ইতিহাসে এক বছরে প্রবাসী আয়ে রেকর্ড
শ্রীবরদীতে বন বিভাগের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩০ সবজি বাগান

শ্রীবরদীতে বন বিভাগের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩০ সবজি বাগান

শেরপুরের শ্রীবরদী থেকে এসডি সোহেল রানা:
শেরপুরের শ্রীবরদী গারো পাহাড়ী এলাকায় সরকারি সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধভাবে সবজি বাগান গড়ে তুলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।
২৮ শে এপ্রিল সোমবার দিনভর ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জাধীন সদর, মালাকোচা ও কর্ণঝোড়া বিটের আওতাধীন প্রায় ৩০ একর সংরক্ষিত বনভূমিতে চাষকৃত প্রায় ৩৫ টি অবৈধ সবজি বাগান উচ্ছেদ করা হয়েছে।
ময়মনসিংহ বন বিভাগের সহকারি বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন ও বালিজুরী রেন্জ কর্মকর্তা সুমন মিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বালিজুরি রেন্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, বালিজুরী রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনভূমিতে হাতি নিরাপদ বিচরণ, খাদ্য ও আবাসস্থল পরিষ্কার করতে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আনুমানিক ৩০ একর সংরক্ষিত বনভূমিতে চাষকৃত ৩৫ টি অবৈধ সবজি বাগান সম্পূর্ণভাবে কাটা হয়েছে। এবং বুনো হাতির চলাচলের জায়গা থেকে জিআইতার কর্তন জেনারেটর ভেঙে ফেলা হয় । ইতিপূর্বেও অবৈধ দখলকারীদের বন বিভাগের পক্ষ থেকে বারবার নিষেধ ও মাইকিং করা হলেও তারা কোন ভাবেই মান ছিল না।

পরবর্তীতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করি। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।

ময়মনসিংহ বন বিভাগের সহকারি বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন বলেন, বালিজুরী রেঞ্জের সব কয়টি বিটে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সংরক্ষিত বনভূমি কাউকে দখল করে সবজি বাগান করতে দেয়া হবে না।

এসময় রাংটিয়া ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ, তাওয়াকোচা বিট কর্মকর্তা ইফাজ মোরশেদ, সমেশ্চুরা বিট কর্মকর্তা কাউসার হোসেন, বিট কর্মকর্তা রফিকুল ইসলাম রকি সহ মধুটিলা, রাংটিয়া এবং বালিজুরী রেঞ্জের সকল স্টাফ, ই আর টি প্রতিনিধি ও স্থানীয় প্রতিনিধি, বাগান উপকারভোগী সহ সচেতন জনগোষ্ঠীরা উপস্থিত ছিলেন ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com