শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ থেকে জাহিদুল হক:
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সিরাজগঞ্জ -১ আসনের (কাজিপুর – সিরাজগঞ্জ সদরের আংশিক) বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদারের পিতা খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা টি.এম. মহশীনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ আসর সিরাজগঞ্জ পৌর এলাকার কালীবাড়ী কড়িতলা বায়তুল আমিন জামে মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। বক্তব্য রাখেন মরহুম টি.এম.,মহশীনের জ্যেষ্ঠ পুত্র বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা।
দোয়া পরিচালনা করেন কালীবাড়ী কড়িতলা বায়তুল আমিন জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মনিরুজ্জামান মনি।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল আলম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক এবং প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক তালুকদার রতন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাসেম তালুকদার, অর্থ সম্পাদক অধ্যাপক ইফতেখার আলম, বিএনপি নেতা মরহুমের ছোট ছেলে এনামুল হক পারভেজ তালুকদার, পৌরসভার ধানবান্ধি ১০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো:আলমগীর হোসেন, স্থানীয় বিএনপি নেতা মোঃ রানা সরকার,হেলাল শেখ ও জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন সহ আরো অনেকে।