মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে খরিপ ২০২৫-২০২৬ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার ছয়শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, রিয়াজ হোসেন, আবুল কালাম আজাদ, উজ্জ্বল বণিক সহ অন্যান্যরা। একইদিন ১ হাজার শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা।