বুধবার, ১৬ Jul ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শেরপুরের শ্রীবরর্দীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ  মিটফোর্ডে সোহাগ হত‌্যাকাণ্ড, সেই পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার এনসিপির গাড়িবহরে ফের আ.লীগ-ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা হৃদরোগীদের ডেঙ্গু : আতঙ্ক নয় প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ দুঃস্থ পরিবারের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা লালমনিরহাটে মাদক সেবনকারী ও পাচারকারী চক্রের ছোবলে তরুন ও যুব সমাজ লালমনিরহাটে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা; ঝরে পড়ছে শিক্ষার্থীরা এইচ টু বিল্ডার্সের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি: রাজউকের দৃষ্টি আকর্ষণ বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের প্রতিবাদে উত্তাল জনমত
দুঃস্থ পরিবারের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও

দুঃস্থ পরিবারের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও

নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রাজারহাটের দুধখাওয়া গ্রামের এক দুঃস্থ পরিবারের ৫শিশু-কিশোরী কন্যার জন্য মঙ্গলবার(১৫জুলাই) বিকালে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।
জানা যায়, রাজারহাট সদর ইউনিয়নের দুধখাওয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে আফরোজা বেগমের সাথে একই উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমর পান্থাবাড়ি গ্রামের শফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর পর ৫সন্তানের মা হন আফরোজা বেগম। গত বছর ১বছরের শিশু কন্যাসহ ৫কন্যাকে রেখে আকস্মিকভাবে তিনি মারা যান। মারা যাওয়ার পর পরিবারটি অসহায় হয়ে পড়ে। ঝালমুড়ি ব্যবসায়ী শফিকুল ইসলাম মেয়ের ভরণ-পোষন দিতে না পারায় বাধ্য হয়ে মেয়েদেরকে তাদের নানার বাড়ি দুধ খাওয়া গ্রামে পাঠিয়ে দেয়। কিন্তু তাদের নানার পরিবারও সচ্ছল নয়। তাই তাদের খেয়ে না খেয়ে দিনযাপন করতে হয়। অসহায় পরিবারটির খবর পেয়ে মঙ্গলবার(১৫জুলাই) বিকালে রাজারহাট উপজেলা নিবার্হী অফিসার মো. আল ইমরান চাল, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, লবন, তেল, চিড়া- মুড়ি, বিস্কুট, নিয়ে নানা আবুল হোসেনের বাড়িতে হাজির হন। এসব দেখে আবুল হোসেন ও এলাকার মানুষজন হতভম্ব হয়ে পড়েন। ইউএনও মো. আল ইমরান  অসহায় শিশু-কিশোরীদের নানা আবুল হোসেনের হাতে খাবার সামগ্রী ও নগদ ৩হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, সরকারি সকল সুবিধা প্রদানে তাদের অন্তভুর্ক্তকরণে প্রক্রিয়া চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com