নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রাজারহাটের দুধখাওয়া গ্রামের এক দুঃস্থ পরিবারের ৫শিশু-কিশোরী কন্যার জন্য মঙ্গলবার(১৫জুলাই) বিকালে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।
জানা যায়, রাজারহাট সদর ইউনিয়নের দুধখাওয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে আফরোজা বেগমের সাথে একই উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমর পান্থাবাড়ি গ্রামের শফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর পর ৫সন্তানের মা হন আফরোজা বেগম। গত বছর ১বছরের শিশু কন্যাসহ ৫কন্যাকে রেখে আকস্মিকভাবে তিনি মারা যান। মারা যাওয়ার পর পরিবারটি অসহায় হয়ে পড়ে। ঝালমুড়ি ব্যবসায়ী শফিকুল ইসলাম মেয়ের ভরণ-পোষন দিতে না পারায় বাধ্য হয়ে মেয়েদেরকে তাদের নানার বাড়ি দুধ খাওয়া গ্রামে পাঠিয়ে দেয়। কিন্তু তাদের নানার পরিবারও সচ্ছল নয়। তাই তাদের খেয়ে না খেয়ে দিনযাপন করতে হয়। অসহায় পরিবারটির খবর পেয়ে মঙ্গলবার(১৫জুলাই) বিকালে রাজারহাট উপজেলা নিবার্হী অফিসার মো. আল ইমরান চাল, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, লবন, তেল, চিড়া- মুড়ি, বিস্কুট, নিয়ে নানা আবুল হোসেনের বাড়িতে হাজির হন। এসব দেখে আবুল হোসেন ও এলাকার মানুষজন হতভম্ব হয়ে পড়েন। ইউএনও মো. আল ইমরান অসহায় শিশু-কিশোরীদের নানা আবুল হোসেনের হাতে খাবার সামগ্রী ও নগদ ৩হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, সরকারি সকল সুবিধা প্রদানে তাদের অন্তভুর্ক্তকরণে প্রক্রিয়া চলছে।