শনিবার, ১৯ Jul ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় “এক শহীদ, এক বৃক্ষ” এই স্লোগানে জেলার ৮ শহীদের স্মরনে ৮ লক্ষ বৃক্ষরোপণ একই দিনে একই সাথে।
১৯ জুলাই (শনিবার) সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে। শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে সকাল সাড়ে নয়টায় এই কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের শহীদ ৮ জনের স্মরণে ৮টি বৃক্ষরোপণের পাশাপাশি জেলায় মোট ৮ লাখ বৃক্ষরোপণের কার্যক্রম হাতে নেওয়া হয়। বৃক্ষরোপন উদ্যোগটি বাস্তবায়ন করছে দিনাজপুর বন বিভাগ।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান সরকারের নির্দেশনায় জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতির উদ্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলার ১০৩টি ইউনিয়ন ও ৯টি পৌরসভা এলাকার পতিত জায়গা স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, সড়ক-মাঠের ধারে, বিল ও নদীর পাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। সকালের মধ্যে সব জায়গায় রোপণ সম্পন্ন হবে। এ কর্মসূচি সফল করতে ছাত্র-শিক্ষক, কৃষক, স্বেচ্ছাসেবকসহ নানা শ্রেণি–পেশার মানুষ একযোগে কাজ করছেন।’
এই বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রিয়াজ উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য) আনিছুজ্জামান, শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম প্রমুখব সহ অনেকে। জুলাই অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে দিনাজপুরের আটজন শহীদ হন। শহীদরা হলেন— রুদ্র সেন, আসাদুল হক বাবু, আশিকুল ইসলাম, মাসুম রেজা, মো. শিমুল, রবিউল ইসলাম, আল আমীন ইসলাম ও সুমন পাটোয়ারী।