filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (0.44027779, 0.7574999);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নকে ব্রহ্মপুত্রের হাত থেকে রক্ষার দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম শহর থেকে নদী পথে ২২ কিলোমিটারসহ ৬২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্র তীরবর্তী চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের প্রায় ২শতাধিক নদী ভাঙনকবলিত মানুষজন কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে।
সমাবেশে চর উন্নয়ন কমিটি চর রাজিবপুর শাখার সদস্য সচিব আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
পরে নদী ভাঙ্গন প্রতিরোধে একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে স্মারকলিপি প্রদান করে।