রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৯
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ড এর নব-গঠিত জেলা কমিটির বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত গত ৩/০৮/২০২৫ইং তারিখে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সংবাদ সম্মেলন উপস্থাপন করার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা মাটির মায়া মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের আহ্বায়ক ফিরোজুর রহমান-এর আহ্বানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের আহ্বায়ক ফিরোজুর রহমান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক বসুনিয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা কামিনী কুমার রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের অন্যান্য সদস্যবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের আহ্বায়ক ফিরোজুর রহমান লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ৫ জুলাই ২০২৫ইং তারিখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঢাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় লালমনিরহাট জেলা থেকে আমরা ২ (দুই) জন মুক্তিযোদ্ধা প্রতিনিধি অংশগ্রহণ করি। সেখানে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। উক্ত সভায় গত ২০/০৭/২০২৫ইং তারিখের মধ্যে প্রতিটি জেলা কমিটি থেকে এডহক কমিটি জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। সেই নির্দেশনা অনুযায়ী আমি এ জেলার মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করে একটি তালিকা দাখিল করি। যাহা গত ২৬/০৭/২০২৫ইং তরিখে কেন্দ্রীয় কমিটির আহবায়ক এবং সদস্য সচিব কর্তৃক স্বাক্ষরিত হয়ে এবং আমাকে আহবায়ক করে ১১ (এগারো) সদস্য বিশিষ্ট লালমনিরহাট জেলা কমান্ডের এডহক কমিটি আমার কাছে প্রেরণ করা হয়। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমি আমার সহযোদ্ধাদের নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের নিকট অনুরূপ কপি প্রদান করি।
কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয়, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কতিপয় সদস্য আমাদের এই কমিটির বিরুদ্ধে গত ৩/০৭/২০২৫ইং তারিখে একটি সংবাদ সম্মেলন করে। সেখানে তারা আমার এবং আমার কমিটির সদস্যগণের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করে। এ ব্যাপারে আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র অনুযায়ী কোন রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনের পদধারী সদস্যগণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সদস্য হওয়ার অযোগ্য বিবেচিত হবেন। বর্তমানে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই বিধায় আমাকে আহবায়ক করে আমার কমিটিকে অনুমোদন প্রদান করেন। যারা আমার এবং আমার কমিটির বিরুদ্ধে অভিযোগ করছেন তারা দয়া করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র পাঠ করে মন্তব্য করুন। কিন্তু বিগত ফ্যাসিস আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাগণকে দলীয় কর্মীতে পরিণত করেছিল এবং মুক্তিযোদ্ধাদেরকে বির্তকীত করে তাদের সম্মান হানি ঘটায়।
তাই আসুন অতীত থেকে শিক্ষা নিয়ে সমস্ত কোন্দল এবং ভেদাভেদ ভুলে জেলার মুক্তিযোদ্ধাগণের কল্যাণে কাজ করি এবং হারানো সম্মান পূণরুদ্ধার করি।
আপনাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ আমার এই বক্তব্য আপনাদের স্ব-স্ব মিডিয়ায় প্রচার করে জেলার উন্নয়ন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে অবদান রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আবারো সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে লালমনিরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রোববার (৩ আগস্ট) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের আয়োজনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ড-এর এডহক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন লালমনিরহাট জেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ্ প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আব্দুস সামাদ মিঞা, মতিয়ার রহমান, নুরুল ইসলাম প্রামাণিক, মোঃ হোসেন আলী, এন্তাজুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে ‎সোমবার (৪ আগস্ট) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের আয়োজনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ড-এর এডহক কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন ও লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ।
‎বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের ভারপ্রাপ্ত জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান-এঁর সভাপতিত্বে এ সময় সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ এন্তাজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মিঞা, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
পরে লালমনিরহাট জেলা কমান্ড-এর এডহক কমিটি বাতিলের দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বরাবরে স্মারকলিপি প্রদান করেন বীর মুক্তিযুদ্ধাগণ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com