শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

হবিগঞ্জের বানিয়াচংয়ে এসএসসি পরিক্ষার্থী অপহরণের আড়াই মাস পর উদ্ধার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫১

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের বানিয়াচংয়ের বাসিন্দা এক এসএসসি পরিক্ষার্থী অপহরণের আড়াই মাস পর র‍্যাবের অভিযানে উদ্ধার করা হয়েছে।
এবং অপহরনকারী মুস্তাকিমকে গ্রেফতার করেছেন র‍্যাব ৯এর শায়েস্তাগঞ্জের একটি অভিযানিক টিম।

এই ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন ছাত্রীর পিতা।
মামলা নং-২৫ তারিখ ১৮/৫/২৫ইং।
মামলার বিবরণ সূত্রে জানাযায়,আসামী মুস্তাকিম তার মেয়ে এসএসসি পরিক্ষার্থী ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই কুপ্রস্তাব দিতো।
আসামীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১৩মে স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায় মুস্তাকিম।

এই বিষয়ে র‍্যাব ৯ সূত্রে জানাযায়,হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ৬নং কাগাপাশা ইউনিয়নের বাসিন্দা এসএসসি পরিক্ষার্থী ছাত্রী অপহরণের আড়াই মাস পর ৫ আগষ্ট রাতে বাহুবল উপজেলা থেকে র‍্যাবের অভিযানে উদ্ধার হয় অপহরণকারী মুস্তাকিমের হেফাজতে থাকা ছাত্রীকে।
এবং গ্রেফতার করা হয় একই ইউনিয়নের চানপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র মামলার প্রধান আসামী অপহরণকারী মুস্তাকিমকে।
এরই প্রেক্ষিতে র‍্যাব ৯এর সিপিবি এই মামলার ছায়া তদন্ত করে গতকাল রাতে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অভিযান পরিচালনা করে ছাত্রীকে উদ্ধার সহ মামলার প্রধান আসামি অপহরণকারীকে গ্রেফতার করে নবীগঞ্জ থানায় সোপর্দ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com