খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও আংগারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের।
বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় উপজেলার নিজ গ্রাম দুহশুহে মনসুর মিয়ার চাতালে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক।
এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মৃত্যুসংবাদ পাওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ফজরের নামাজে যাওয়ার পথে পাকেরহাট জামে মসজিদের কাছে শরীফ উদ্দিন সরকারের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। দুই সপ্তাহ চিকিৎসা শেষে ৩ আগস্ট তিনি বাড়ি ফেরেন। এর তিনদিন পর, ৬ আগস্ট সকালে তিনি ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।