সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‘আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে’ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন গাজীপুরের সাংবাদিক তুহিনের প্রকাশ্য ও আড়ালের খুনিদের গ্রেফতার ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন এনসিপিসহ ১৬ দল বাছাইয়ে উত্তীর্ণ, তদন্ত যাচ্ছে মাঠে অসুস্থ শিশু আল ইসলামকে আর্থিক সহায়তা দিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চাই : তারেক রহমান গাজীপুরের সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি: মানববন্ধনে রায়েরবাগে সাংবাদিকবৃন্দ রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি: মাদক, জমি দখল ও নারী কেলেঙ্কারিতে আলোচিত মোতালিব র‌্যাব-১ এর হাতে গ্রেপ্তার সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গর্জে উঠল গাজীপুর
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ থেকে নিজাম উদ্দীন:

১০ই আগষ্ট রবিবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করেছে কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদ, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট ও কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হাকী: মোহাম্মদ ফজলুর রহমান।

কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ খায়রুল ইসলামের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল্লাহ ইবনে শাহজাহান,
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ শাখার সভাপতি আবুল হোসেন, হাওর টাইমস এর সম্পাদক খাইরুল ইসলাম ভূইয়া, বিটিএন বাংলার সম্পাদক ও দৈনিক বাংলার দ্রুত জেলা প্রতিনিধি আসাউজ্জামান জুয়েল, কটিয়াদী বার্তার সহকারী সম্পাদক মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি ফাইজুল হক গোলাপ, সাপ্তাহিক নবধারা পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম পলাশ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ভাটির সাতকাহন পত্রিকার সম্পাদক জহিরুল ইসলাম কাজল, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন, দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মিয়া, সাপ্তাহিক শুরূক পত্রিকার নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ, এস টিভি প্রতিনিধি মিনহাজুল ইসলাম বকুল, সরেজমিনে বার্তার জেলা প্রথিনিধি আজিজুল হক ফাহিম, দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি রঞ্জন মোদক রনি, দৈনিক আজকের খবর প্রতিনিধি মোঃ আফসার উদ্দিন, দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ফায়জুল ইসলাম, দৈনিক নওরোজ পত্রিকার হোসেনপুর প্রতিনিধি এসকে শাহীন নবাব, দৈনিক সবার আগে পত্রিকার প্রতিনিনি রুহুল আমিন,
সকাল বেলা প্রথিনিধি পলাশ, একুশে পত্রিকার প্রতিনিধি সৌহরাব উদ্দিন জনি, নার্গিস আক্তার মুন্নী, দৈনিক সমাজ সংবাদ প্রতিনিধি পুলক গুপ্ত, আজকের খবর প্রতিনিধি মিজানুর রহমান রিপন, অগ্রযাত্রা প্রতিনিধি আমিনুল ইসলাম লিপন, দৈনিক নওরোজ তাড়াইল প্রতিনিধি মজিবুল হক চুন্নু সহ অর্ধ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com