শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে তিনটি গ্রামকে মাদক মুক্ত এলাকা ঘোষণা করলো “শাহীন সচেতনতার প্লাটফর্ম” রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে বেদখল সরকারি খাল উদ্ধার চুনারুঘসটে ভাগিনার হাতে মামা খুন ভোলাগঞ্জ পাথর লুট ও টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত পর্যটনের প্রতিবাদে সুনামগঞ্জে সমাবেশ চাঁদাবাজিতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: আসিফ মাহমুদ বীমা আইন লংঘন করে তাকাফুলে একই পরিবারের তিন পরিচালক নন-লাইফ বীমা খাতের উন্নয়ন বিষয়ক কিছু ভাবনা শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে এক হাজার ৩২২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে চারঘাটে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে চারঘাটে মানববন্ধন

চারঘাট(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাট প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা আয়োজিত গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে চারঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় চারঘাট চৌরাস্তা মোড়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক মাইনুল হক সান্টু, সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা চারঘাট উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান আশা। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ সাংবাদিক সংস্থা চারঘাট উপজেলা শাখার সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম জোবায়ের ইসলাম,প্রচার সম্পাদক মোহায়মিনুর স্বপন,দৈনিক চারঘাট স্টাফ রিপোর্টার সজল ইসলামসহ সকল সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের পতনের এই আন্দোলনে সাংবাদিকরও অনেক ভুমিকা ছিলো। সাংবাদিকরা অতীতে নিযার্তিত হয়েছে,এখনও হচ্ছে। পেশাগত কারণে কোন সাংবাদিকের উপর নিযার্তন ও হামলা করা চলবে না এবং সাংবাদিকদেও সুরক্ষার জন্য সাংবাদিক সংগঠন পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহবান জানান গণমাধ্যমকমর্ীরা। সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তিসহ সাংবাদিক নিপীড়ন,নিযার্তন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com