রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

নেপালে ফেসবুক, এক্স, ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক মাধ্যম বন্ধ

নেপালে ফেসবুক, এক্স, ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক মাধ্যম বন্ধ

ডেস্ক নিউজ:

নেপাল সরকার ফেসবুক, এক্স (টুইটার), ইউটিউব, লিঙ্কডইনসহ জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে। সরকারের অভিযোগ—এই প্ল্যাটফর্মগুলো দেশের নিবন্ধন শর্ত পূরণ করেনি।

কমিউনিকেশন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক মাধ্যম কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে নিবন্ধন করতে, প্রতিনিধি নিয়োগ দিতে এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করতে বারবার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা মানেনি। ফলে বৃহস্পতিবার থেকে অ-নিবন্ধিত প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম বন্ধ করা হয়েছে।

ফলে ফেসবুক, ইউটিউব, এক্স, রেডিট, লিঙ্কডইনসহ মোট ২৬টি প্ল্যাটফর্মের অ্যাক্সেস বন্ধ করা হয়েছে। অন্যদিকে টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপ্পো লাইভ নিবন্ধনের শর্ত পূরণ করায় এগুলো চালু রয়েছে।

সরকার বলছে, এই পদক্ষেপ অনলাইনে গুজব, সহিংসতা উস্কানি এবং সাইবার অপরাধ প্রতিরোধে নেওয়া হয়েছে। তবে বিরোধীদল এবং অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, এই সিদ্ধান্ত বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বড় হুমকি হয়ে দাঁড়াবে।

জাতীয় স্বাধীন পার্টি বলেছে, “নিয়ন্ত্রণ থাকা উচিত, কিন্তু সরাসরি ব্লক করে দেওয়া উচিত নয়।” আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং সাংবাদিক সংগঠনগুলোও এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com