বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। (১৭ সেপ্টেম্বর) তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে হিন্দু ধর্মের অনুসারীদের শুভেচ্ছা জানান।
পোস্টে তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসছে। এ উপলক্ষে আমি আমাদের সব হিন্দু ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

এ উৎসব যেন বাংলাদেশের প্রতিটি পরিবার ও সম্প্রদায়ের মাঝে আনন্দ, শান্তি ও ঐক্য বয়ে আনে—এই কামনা করি।’
ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দেশে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে পারস্পরিক সৌহার্দ্য ও সব ধর্মের মানুষের সহযোগিতার মাধ্যমে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার এই ঐতিহ্যই বাংলাদেশের অন্যতম বড় শক্তি, আর এটিকে অবশ্যই রক্ষা করতে হবে।’

তারেক রহমান তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘সব সময়ই কিছু লোক থাকে, যারা রাজনৈতিক স্বার্থে আমাদের বিভক্ত করার চেষ্টা করে

ধর্মীয় উৎসবের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এসব প্রচেষ্টা কেবল লজ্জাজনকই নয়, বাংলাদেশের মৌলিক মূল্যবোধের ওপরও আঘাত। স্বৈরশাসনের পতনের পরও এ ধরনের ষড়যন্ত্র বন্ধ হয়নি, এ কারণেই আমাদের সতর্ক থাকতে হবে এবং যেকোনো প্ররোচনার বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বিএনপি ও এর সব অঙ্গসংগঠন প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বাংলাদেশের সব নাগরিকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার নিশ্চিত করতে হবে।’

ধর্মীয় সম্প্রীতির যে চেতনা জাতিকে সংজ্ঞায়িত করে, তা নষ্ট করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর স্পষ্ট ও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তারেক রহমান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com