বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : চার দিনে গ্রেপ্তার ২৪৩৩ গণভোটে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র: প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন মহান বিজয় দিবস উপলক্ষে DYDF বরিশাল জেলা শাখার শ্রদ্ধা নিবেদন কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সিংড়ায় বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন কুড়িগ্রামে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা পুলিশ সুপার মহোদয়ের পলাশ থানা আকস্মিক পরিদর্শন

ওয়াটসনের সেঞ্চুরিতে চেন্নাইয়ের জয়

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৫৩০

ভিশন বাংলা ডেস্কব্যাট হাতে দারুণ সেঞ্চুরি তুলে চেন্নাই সুপার কিংসকে জয় এনে দিয়েছেন শেন ওয়াটসন।

ডানহাতি এ ব্যাটসম্যান ৫৭ বলে খেলেছেন ১০৬ রানের ঝড়ো ইনিংস। ৯টি চার ও ৬টি ছক্কায় সাজান নিজের সেঞ্চুরির ইনিংসটি। তার সেঞ্চুরিতে ভর করে রাজস্থানের বিপক্ষে ৫ উইকেটে ২০৪ রান তুলে চেন্নাই। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল আগে ১৪০ রানে গুটিয়ে যায় রাজস্থান। ৬৪ রানে জয় পায় মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই।

ঘরের মাঠে রাজস্থানের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামে চেন্নাই। শুরুতে আম্বাতি রাইডুকে হারালেও দ্বিতীয় উইকেটে বড় সংগ্রহের ভিত পায় তারা। ২ ম্যাচ পর দলে ফেরা সুরেশ রায়না ও ওয়াটসন জুটি বাঁধেন ৮১­ রানের। রায়না ৪৬ রানে ফিরে গেলেও ওয়াটসন সেঞ্চুরির পথে এগিয়ে যেতে থাকেন। তবে তাকে সঙ্গ দিতে পারেননি ধোনি (৫), বিলিংস (৩)। শেষ দিকে ডোয়াইন ব্রাভো ২৪ রান করেন। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন অসি ওপেনার।

বল হাতে রাজস্থানের হয়ে শ্রেয়াস গোপাল ৩টি এবং বেল লগিন ২টি উইকেট নেন।

২০৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে উইকেট হারায় রাজস্থান। রাহানে (১৬), ক্লাসেন (৭), স্যাসন (২) দ্রুত সাজঘরে ফেরেন। টিকতে পারেননি জস বাটলারও (২২)। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪০ রানে শেষ হয় তাদের ইনিংস। সর্বোচ্চ ৪৫ রান করেন বেন স্টোকস। ৩৭ বলে ৩ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি।

চেন্নাইয়ের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন চাহার, শার্দুল, ব্রাভো ও কর্ন শর্মা।

ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান ওয়াটসন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com